শান্তি রায়চৌধুরী: ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের মাথা তুলে দাঁড়াতে দিল না ভারত। তিন ম্যাচের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। ভারতের কাছে তাদের হোয়াইটওয়াশ হতে হল।
কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার ভারত। ভারতের ১৮৪ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১১১ রানেই।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত আর ইষান কিষান ঝড় তোলেন। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে তারা ৬৯ রান তুলে ফেলেন।
এরপর সূর্য কুমার যাদব ও ঋষভ পন্তের দুই উইকেট দ্রুত হারালেও এক প্রান্তে অবিচল ছিলেন রোহিত। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক ৩১ বলে ৫৬ রান করে থামেন।
এরপর ভূমিকা রাখেন শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার ও দীপক চাহার। শ্রেয়াশ আয়ার করেন ২৫ রান এবং ভেংকটেশ আয়ার করেন ২০ রান। অক্ষর প্যাটেল ২ রানে অপরাজিত থাকেন। হার্শাল প্যাটেল আউট হন ১১ বলে ১৮ রান করে। দিপক চাহার শেষ মুহূর্তে ৮ বল খেলে করেন অপরাজিত ২১ রান।
এরপর ব্যাটিংয়ে নেমে লড়াই জমাতে পারেনি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসের মূল সর্বনাশটা করেছেন অক্ষর প্যাটেল—৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। হার্শাল প্যাটেল নিয়েছেন ২ উইকেট। এ ছাড়াও দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আইয়ার—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। নিউজিল্যান্ডের হয় একমাত্র সফল ব্যাটসম্যান গাপটিল। তিনি ৫১ রান করেন ৩৬ বলে।