নিজস্ব প্রতিনিধি – দুর্যোগের শেষ নেই।  এক দুর্যোগ যেতে না যেতেই এসে গেল আর এক দুর্যোগ। এরইমধ্যে চোখ রাঙাচ্ছে আরেক নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ফের ঘনাচ্ছে আর এক নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।

আলিপুর দফতর সূত্রের খবর, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু, আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা ক্রমশ এগোবে ওড়িশার দিকে । যার প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গের উপকূল ভাগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

Loading