চলো যাই ছোটবেলায়

কলমে – কবি সমীরন সরকার

……………………..

লেখাপড়ায় ভালো ছিল, দুষ্টুমি গুলো মেনে নিত।

পরতো যখন মন দিয়ে, দুষ্টু ছেলে বলবে কে।

বন্ধু নিয়ে থাকতে যখন, নানা ফন্দি করত সে।

বয়স তখন ১৫-১৬, দুষ্টুমি নালিশ আস্ত ঘরে।

নানা খালায় থাকতো মেতে, ডাব ,পেয়ারা করতো চুরি।

পুকুর ঘাটে যেতে সব, ড্রাইভ মেরে পড়তো জলে।

সাঁতার কাটা শিখতে গিয়ে হাবুডুবু খেতে জলে।

ঘুড়ি ওড়াতো সবাই মিলে, লাফালাফি করতো কত।

ঘুড়ি যখন কেটে যেত মুখ গোমড়া করে থাকত বসে।

সন্ধ্যের আগেই ফিরতো ঘরে করা শাসক ছিল বলে।

ফুটবল মাঠে গেলে পরে, বল পায়ে রক্ত ঝরে।

বন্ধুরা সব যেত রেগে, হাতাহাতি হত কত, আবার মিল করে নিতো।

কথাগুলো মনে পড়ে একা একা হেসে মরে।

Loading