নিজস্ব প্রতিনিধি – করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল।  ১২ অগাস্ট প্রথম মন্দিরের দরজা খোলে। ১২ অগাস্ট মন্দির খুললেও সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান। এরপর পুরীর বাসিন্দাদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট বন্ধ থাকার পর সোমবার অর্থাৎ ২৩ অগাস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের দরজা। কোভিড বিধিনিষেধ মেনে প্রবেশের অনুমতি মিলবে দর্শনার্থীদের। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। শনি ও রবিবার করে বন্ধ থাকবে। পাশাপাশি বলা হয়েছে, কোভিডবিধি মেনে দর্শন করতে হবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। তবে কোভিড টেস্ট রিপোর্ট ৯৬ ঘণ্টার আগের হলে চলবে না। মন্দিরে প্রবেশে নিয়ে যেতে হবে পরিচয়পত্র যেমন আধারকার্ডও।

Loading