শান্তি রায়চৌধুরী : নিউজিল্যান্ড ক্রিকেট দল এতদিন ক্রিকেট বিশ্বের এলিট দল ভাবা হতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতকে। কিন্তু আইসিসির তিন ফরম্যাটেই বিগত এক যুগের বেশি সময় ধরে শীর্ষ তিনের মধ্যে থাকা নিউজিল্যান্ডকে সেভাবে কেউ পরাশক্তি হিসেবে গণনা করতো না। সম্ভবত এবার তাদের সেই স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার সুযোগ রয়েছে চলমান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার।

আগামী ১৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ডের একমাত্র মালিক হবে নিউজিল্যান্ড।

ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই এক বছরে আইসিসির দুটি ইভেন্টের শিরোপা জিতেনি কোনো দল। নিউজিল্যান্ড এরই মধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। গত জুলাইয়ে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবার আরও একটি বৈশ্বিক শিরোপা জয়ের সামনে তারা।

আগামী ১৪ তারিখ ফাইনালে জয় পেলেই এক বছরে আইসিসির দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। যদি হয়, তাহলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটবে।

Loading