নিজস্ব প্রতিনিধি – নিম্নচাপ না থাকায় রাজ্যে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করছে। এর জেরেই রাতের পারদ নামছে। শহরে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দীপাবলির রাতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। জেলাগুলিতে ভোর বেলা হিমের পরশও মিলতে পারে।

 219 total views,  2 views today