নিজস্ব প্রতিনিধি – নভেম্বর মাসের মধ্যে সারাদেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ করতে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যকে এই মর্মে নির্দেশ দিয়েছে।
পশ্চিমবঙ্গে আসা এই নির্দেশ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী বলেন, আমাদের বলা হয়েছে, নভেম্বরের মধ্যে প্রথম ডোজ দেওয়া শেষ করতে বললেই তো হলো না, টিকা সরবরাহ বন্টন ইত্যাদি নানা বিষয় জড়িয়ে রয়েছে। প্রসঙ্গত দেশজুড়ে করোনা টিকা করনে বাংলা রয়েছে তৃতীয় স্থানে। ৮২ শতাংশ বঙ্গবাসীকে প্রথম ডোজ দেয়া হয়েছে।
এই মাসে কেন্দ্রীয় সরকারের তরফে দু’কোটি ডোজ টিকা আসার কথা। কিন্তু এখনও পর্যন্ত এই মাসে টিকাকরণের যা গতি তাতে লক্ষ্য পূরণ হওয়ার জন্য যথেষ্ট কাঠ-খড় পোড়াতে হবে স্বাস্থ্য ভবনকে।