নিজস্ব প্রতিনিধি – জম্মু-কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের কাছে নিহত হয়েছে দুই ভারতীয় সেনা। একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে এঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও তিনজন। জম্মু অঞ্চলের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, নৌশেরা সেক্টরে একটি এলাকায় টহল চলাকালীন একটি মাইন বিস্ফোরণ ঘটে। সেখানে দুই ভারতীয় সেনা সৈন্য গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। তারা হচ্ছে লেফটেন্যান্ট ঋষি কুমার ও সিপাহী মনজিৎ। নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে পড়ে। এটা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। এখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। এখন পর্যন্ত পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই দুই অফিসারসহ নয়জন সৈন্য নিহত হয়েছে।

 

 

Loading