নিজস্ব প্রতিনিধি – কলকাতা ও হাওড়ার পুরভোটের তারিখ ঘোষণার পর বিজেপির এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। রথীন্দ্র চক্রবর্তীর নেতৃত্বে হাওড়ার কমিটি গঠন করা হয়েছে। আর কলকাতা ভোটের জন্য ৪টি কমিটি গঠন করেছে বিজেপি। চারজনের এই কমিটিতে আছেন  প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষ, তুষার ঘোষ ও  কল্যাণ চৌবে। কলকাতা পুরভোটের প্রার্থী বাছাই থেকে প্রচারের বিষয়টি দেখবে এই চারজনের কমিটি। এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “জিততে গেলে যেসব স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন, তা নেওয়া হচ্ছে।”

সভাপতি বলেন, নতুন এবং পুরনোদের নিয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। যাঁরা কাউন্সিলর আছেন তারা যেন কাউন্সিলর ভোটে লড়েন।  কারণ, তাঁদের অভিজ্ঞতা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। “

Loading