দমদম তরুণ দল:
সুর ও অসুরের দ্বন্দ্ব চিরন্তন। অথচ অসুর শব্দের মধ্যেই লুকিয়ে আছে সুর। তাই অসুরবৃত্তির মধ্যে থেকেই সুরবৃত্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছে দমদম তরুণ দল l এবারে এই ভাবনাতেই সেজে উঠবে তরুণ দলের মণ্ডপ।
টালা পার্ক ১৫ পল্লী:
টালা পার্ক ১৫ পল্লির এবারের থিম ‘ভাবনার পুজো’। মণ্ডপ তৈরি কি করে হয়, তাই বিভিন্ন পর্যায়ে ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে বাজেট এবং অন্যান্য দিক থেকে পুজো উদ্যোক্তারা এখন অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখানে সেই ভাবনাকেই ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে টালা পার্ক ১৫ পল্লি কর্তৃপক্ষ।
হিন্দুস্তান পার্ক সার্বজনীন
হিন্দুস্তান পার্ক সার্বজনীন এবার ৯১ বছরে পদার্পণ করেছে। তাদের এবারের থিম ‘উন্মোচন’। ভাবনায় শিল্পী রাজু সরকার। মন্ডপের ভিতরে ঢুকলে আবরণ এর মধ্যে সার সার প্রতিমা দেখাবে মিলবে। সবশেষে মন্ডপের হৃদয়ে প্রকাশিত হবেন দেবী দুর্গা, আবরণহীন।
বরিশা সর্বজনীন
কলকাতাবাসী ইতিমধ্যেই জেনে গিয়েছে বড়িশা সর্বজনীনে এবার পুজোর ‘৩০০ কোটি’। নামেই তাদের সবচেয়ে বড় চমক। কী থাকছে তাদের এই ৩০০ কোটির পুজো মণ্ডপে? ‘৩০০ কোটি’-এর মণ্ডপের বিস্তারিত তথ্য দিলেন শিল্পী কৃষাণু পাল। তাঁর কথায়, ‘এটা ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হওয়া কাজ। সম্রাট চট্টোপাধ্যায়ের গবেষণার উপর ভিত্তি করে তৈরি মণ্ডপ। বাংলাদেশের রাজশাহী জেলায় ১৬০৫ বঙ্গাব্দে একবার পুজো হয়। রাজা কংসনারায়ণ সেই পুজোটি করেন। বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই পুজোয় সর্বপ্রথম সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়ে আনুমানিক ৯ লক্ষ টাকা খরচ করা হয় ওই পুজোয়। যার আজকের বাজারমূল্য ধরে নেওয়া যায় প্রায় ৩০০ কোটি। এই কারণেই আমাদের পুজোর নাম ‘৩০০ কোটির পুজো’।’