নিজস্ব প্রতিনিধি -সঙ্গীতপ্রেমীদের কাছে সুখবর। কলকাতায় এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব।৭-১৪ জানুয়ারি এই সঙ্গীত উৎসব হবে। দেশ-বিদেশের বহু সংগীতশিল্পী এই উৎসবে যোগ দেবেন। এ নিয়ে একটি রোড শো হবে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে। সোমবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরটি ঘোষণা করেছেন।  তাছাড়া এই শীতেই অনুষ্ঠিত হবে বইমেলা ও শিল্প সম্মেলন ও ফিলম ফেস্টিভাল। বইমেলা হবে ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি। ৭ থেকে ১৪ পর্যন্ত হবে ফিল্ম ফেস্টিভ্যাল’।  আর ২০-২১ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্প সম্মেলন।

রেড রোডে অনুষ্ঠিত হবে ওই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল। এ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ফিল্ম ফেস্টিভ্যাল, শিল্প সম্মেলন, বইমেলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত হবে ফিল্ম ফেস্টিভ্যাল, অন্যদিকে দু বছর পর হতে চলেছে শিল্প সম্মেলন, যা ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Loading