নিজস্ব প্রতিনিধি – এবার আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ৩১ শে জানুয়ারি। মেলা চলবে ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য বইমেলা হয়নি। সেকারণে বহু বইপ্রেমীদের মুখে ফুটেছে হাসি। বইপ্রেমীরা সারা বছর এই দিনটার জন্য  অপেক্ষা করেন । প্রকাশকরাও দারুন খুশি এই খবরে। এবারের বইমেলার থিম ‘বাংলাদেশ’। এবার করোনা পরিস্থিতিতে কিভাবে বইমেলা অনুষ্ঠিত সে নিয়ে কোন গাইডলাইন এখনো প্রকাশ করেনি রাজ্য সরকার।

Loading