নিজস্ব প্রতিনিধি  – করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে নতুন পদক্ষেপ করলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করলেন বিগ-বি। পাশাপাশি ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থা করেছেন তিনি। সেগুলির মধ্যে ১০টি ইতিমধ্যেই বৃহন্মুম্বই মিনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০টি চলতি মাসের শেষের দিকেই চলে আসবে বলে আশা করছেন অভিনেতা। নিজের ব্লগের মাধ্যমে খবর প্রকাশ্যে এনে অমিতাভ জানান, পোল্যান্ডের কনসাল তাঁকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর দিতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেশে যেসব প্রতিষ্ঠানে অক্সিজেনের ঘাটতির জন্য চিকিৎসায় ব্যাঘাত ঘটছে, সেখানে অক্সিজেন কনসেনট্রেটর আনার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। এরপরই তিনি অভিনেতাকে পোল্যান্ডের একটি কোম্পানির খোঁজ দেন। সেখান থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনার ব্যবস্থা করেন অভিনেতা।

Loading