নিজস্ব প্রতিনিধি- ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের দাম কমল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে টুইটারে একটি ঘোষণা জারি করে জানানো হয়, নতুন অর্থবর্ষে রান্নার গ্যাসের দাম কিছুটা কমানো হবে। এদিন থেকে সিলিন্ডার পিছু দাম ১০ টাকা কমেছে। নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই ১০ টাকা কম দামে রান্নার গ্যাস কেনা যাবে। যদিও গ্যাসের দাম হ্রাসের পরিমাণ খুব বেশি নয়। বিগত কয়েকমাসে যে হারে গ্যাসের দাম বাড়ছে তারপর মাত্র ১০ টাকা কম এমন কিছু বড় ব্যাপার নয় বলে মনে করছে মধ্যবিত্তরা। বছরের দ্বিতীয় মাসে তিন দফায় ১০০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। মার্চ মাসে আবার ২৫ টাকা দাম বাড়ানো হয়। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ৮৪৫ টাকা ৫০ পয়সা। এদিন থেকে গ্যাসের দাম কমে হতে চলেছে ৮৩৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ইন্ডিয়ান অয়েলের তরফে কিছু অফারও দেওয়া হয়েছে। অ্যামাজন পের মাধ্যমে ইন্ডেন গ্যাস বুক করলে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পেটিএম থেকে প্রথমবার গ্যাস বুক করলে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

Loading