নিজস্ব প্রতিনিধি – ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। এতে ভারত শক্তিশালী হবে, মুসলিমরা তাদের অধিকার পাবে। তিনি রোববার উত্তর প্রদেশের রামপুরে এক সমাবেশে ওই মন্তব্য করেন।

হিন্দি গণমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, ওয়াইসি বলেন, ‘মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হয়নি, কৃষকরা সার পাননি। যোগি আদিত্যনাথ সরকার কৃষকদের উপরেও নিপীড়ন করছে। কৃষি আইন প্রত্যাহার করে মোদি বললেন, আমার তপস্যায় কোনো ঘাটতি থাকতে পারে! হায়! মোদি কী অভিনয় করছেন! কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের মধ্যে সাড়ে সাতশো কৃষক মারা গেল, আর মোদি বলছেন, তার তপস্যার অভাব ছিল! তপস্যা তো একবছর ধরে করছিলেন ওই কৃষকরা।’

ওয়াইসি আরও বলেন, ‘মুসলিমরা পুরো উত্তর প্রদেশে পুলিশি হয়রানির সম্মুখীন হচ্ছে। মুসলিম যুবকদের বিদেশে গিয়ে অর্থ উপার্জনের জন্য পাসপোর্ট তৈরির জন্য এক/দুই হাজার টাকা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে একটি বিশাল কমিশন আদায় করা হয়। মুসলিম নারীরা হাসপাতালে যথাযথ চিকিৎসা পান না। কুরেশি, তাঁতি, আনসারী সমাজ এবং বেকারদের তাদের দলের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ উত্তরপ্রদেশে মুসলিমরা প্রান্তিক হয়ে পড়েছে।’

ওয়াইসি আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল ১০০ আসনে প্রার্থী দেবে বলে পুনরায় ঘোষণা করেছেন। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সব দলই প্রস্তুতি নিয়েছে। সেই ধারাবাহিকতায় আসাদ উদ্দিন ওয়াইসির ‘মিম’ দলও মাঠে নেমেছে।

ওয়াইসি বলেন, ‘আমাদের দল ১০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ১/২ টি দলের সাথে আলোচনা করছি এবং সময়ই বলে দেবে তাদের সঙ্গে আমাদের জোট হচ্ছে কী না। তবে আমরা নির্বাচনে জয়ী হওয়ার অবস্থানে আছি।

Loading