নিজস্ব প্রতিনিধি – আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

উত্তর প্রদেশে কংগ্রেসের পারিবারিক আসনও আছে। সেখানে কংগ্রেস এবার ৪০৩ আসনে একাই নির্বাচন করবে। কারও সঙ্গে জোট করবে না। সব জল্পনার অবসান ঘটিয়ে এ ঘোষণা দিলেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

রবিবার উত্তর প্রদেশের বুলন্দশহরে যান প্রিয়াঙ্কা। এ সিদ্ধান্ত জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘কংগ্রেসকে যদি জিততে হয়, তাহলে একাই জিততে হবে। দলের অনেক কর্মী আমাকে অনুরোধ করেছেন কোনো দলের সঙ্গে যেন জোট না করি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সব আসনে একাই লড়ব।’

প্রিয়াঙ্কা নিজে দলকে সাংগঠনিকভাবে সাজানোর কাজ করছেন। এতে অনেক ভোটবৃদ্ধির আশা করছে দলটি। তা ছাড়া প্রিয়াঙ্কার ৪০ শতাংশ আসনে নারী প্রার্থী দেয়ার ঘোষণাও চমক জাগিয়েছে। তাই ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখনই সংগঠন ঢেলে সাজাতে চান প্রিয়াঙ্কা।

Loading