নিজস্ব প্রতিনিধি – উত্তরে হাওয়ার কারণে নামছে তাপমাত্রার পারদ। রাত এবং সকালের দিকে শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু’দিন রাজ্যের আকাশ মেঘলা থাকবে। সপ্তাহের শেষে সামান্য বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কমতে পারে পাহাড়ে তাপমাত্রা। বেশিরভাগ জেলায় রাতের দিকে তাপমাত্রা কমবে। অনুভূত হবে শীত।
এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের আমেজ। রাতের দিকে স্বাভাবিকের নীচে নামছে তাপমাত্রা। সকালের দিকে একাধিক জেলায় আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।