নিজস্ব প্রতিনিধি – আগামি ৭দিন রাতে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। এদিকে প্রায় দেড় বছর পর স্পেশালের বদলে ফের চালু হচ্ছে মেল-এক্সপ্রেস ট্রেন। সেজন্য প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আপগ্রেড করা প্রয়োজন বলে রেল সূত্রে খবর।

রেল সূত্রে জানা গেছে, পুরনো ছন্দে ফিরতে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে টিকিট সংরক্ষণ সংক্রান্ত পরিষেবা। এও জানানো হয়েছে, এই ৭দিন রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টিকিট সংরক্ষণ ও বাতিল করা যাবে না। এমনকী বন্ধ থাকবে পিএনআর নম্বর দিয়ে চেকিংয়ের পদ্ধতিও। তবে দিনের অন্যান্য সময় এই পরিষেবা স্বাভাবিক থাকবে।

Loading