নিজস্ব প্রতিনিধি – আজ বৃহস্পতিবার থেকে মেট্রোয় চালু হল টোকেন। কোভিডের কারণে গত ২৩ মার্চ বন্ধ ছিল টোকেন। ওই বছরই ১৪ সেপ্টেম্বর ফের চালু হয় পরিষেবা। কিন্তু তখন শুধু স্মার্ট কার্ড ও QR কোডের সাহায্যে মেট্রোয় ওঠা যেত। বন্ধ ছিল টোকেন। পরে QR কোড ব্যবস্থা তুলে দেওয়া হয়। চালু থাকে শুধু স্মার্ট কার্ড।
চলতি বছরে মেট্রো পরিষেবা চালু করার পরও, এতদিন সেই নিয়মই মেনে চলা হচ্ছিল। তবে সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে ফের টোকেন ব্যবস্থা চালু হবে। পাশাপাশি, চালু থাকবে স্মার্ট কার্ডও। জানিয়েছেন, কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ।