নিজস্ব প্রতিনিধি – আজ কালীপুজো। দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোয় প্রতিবারের মতো এবারও ভক্তদের ঢল নামবে। তবে করোনা আবহে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে কড়াকড়ি যথেষ্ট। মাস্ক পরা তো বাধ্যতামূলক থাকছেই, মানতে হবে নির্দিষ্ট দূরত্ববিধিও। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে বসে পুজো দেখা না গেলেও, এবারও মা ভবতারিণীর কাছে পুজো দিতে পারবেন ভক্তরা।

চার প্রহরে মা ভবতারিণীর পুজোয় হয়ে থাকে।  পুজো শুরু হবে রাত সাড়ে ১০টার পর। আজ ভোর পাঁচটায় মন্দির খুলছি। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা।

Loading