আজকের (৬ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com

আজকের টোটকা
মাথা গরম প্রশমিত করার টোটকা
যে সকল ব্যক্তির হঠাৎ মাথা গরম হয়ে যায়, তারা প্রতিদিন রাত্রে শোবার আগে মাথার কাছে একটি জলপবর্ণ শঙ্ক রেখে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে শোবেন এবং পরের দিন ঘুম থেকে উঠে ওই পাত্রের জল কিছুটা মাথায় বুলিয়ে বাকিটা বাসি বিছানায় বসেই খেয়ে নেবেন।
ব্যবসায় উন্নতির টোটকা
প্রত্যেক শনিবারে একটি পরিষ্কার ও নিখুঁত অশ্বত্থবৃক্ষের পাতা এনে তাতে সিঁদুর দিয়ে ‘‘রামসীতা’’ লিখে ব্যবসাস্থলে লক্ষ্মীগণেশের আসনে রেখে দেবেন। আপনার ব্যবসায় সাফল্য আসবেই।
রোগ মুক্তির টোটকা
বদ অভ্যাসজনিত শুক্রক্ষয়ে শরীর যে কেরেছে নষ্ট
পাকা কাঁঠালি কলা বৈদ্য মতে খেয়ে হও তুমি পুষ্ট।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
371 total views, 2 views today










