আজকের (৫ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
দুর্ঘটনা এড়ানোর টোটকা
নিজের কছে, গৃহে বা যানবাহনে সবসময় একটি হনুমাজীর ছবি ও হনুমান চালিশা রেখে দেবেন।
বাড়ির সম্পদ বাড়ানোর টোটকা
আপনি যদি দেখেন যে আপনার বাড়ির সামনে কোনো বটগাছ হয়েছে তাহলে পূির্ণমা তিথির একদিন আগে অর্থাৎ চতুর্দশীর দিন গাছটি চন্দন, ধুপ, ধূনো দিয়ে পূজ করবেন এবং এরপর হাতজোড় করে প্রণাম করে কারোর সঙ্গে কথা না বলে নিজের ঘরে ফিরে আসবেন। পরের দিন ওই প্রয়োগটি করার জন্য চন্দ্র, বুধ এবং শুক্র গ্রহের জন্য কিছুটা আটা, চিনি একসঙ্গে মিশিয়ে গাছের তলায় রেখে প্রণাম করবেন এবং গাছটিকে একটি পাত্রে করে যত্ন সহকারে নিজের বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু লক্ষ্য রাখবেন গাছের শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়। বাড়িতে গাছটিকে এনে গৃহদেবতার পাশে লাল কাপড়ের উপরে রাখবেন। দু’চার মাস এই গাছটিকে সকাল সন্ধ্যা ধূপ-ধূনো দেখিয়ে প্রণাম করে আপনার মনের কথা জানাবেন এবং এতে আপনার হাতে টাকা-পয়সা আসবেই আসবে। সমস্ত সমস্যার সমাধান হবে। কয়েক মাস পর আবার নতুন গাছ এনে পূের্বকার মতো আবার পূজো করবেন।
রোগ মুক্তির টোটকা
ইন্দ্রিয় দৌর্বল্যে যাদের শুক্র গেছে ক্ষয়
বহেড়া সেবনে সে বলবান হয়।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন