আজকের (৪ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

 

আজকের টোটকা

কর্মে  উন্নতির টোটকা 

প্রতিদিন সকালে বা সন্ধ্যায়, দিনের যেকোনো সময়ে শুদ্ধাচারে মা কালিকাদেবীর সামনে উপবিষ্ট হয়ে ধূপ-দবীপ জ্বেলে, একবার দক্ষিণা কালী কবচ পাঠ ও দুবার মহালক্ষ্মী কবচ পাঠ করবেন।

শত্রু দমনের  টোটকা

প্রতি শনিবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বাড়ির দরজায় দাঁড়িয়ে – ‘‘ওঁ নমঃ ভগবতী চন্ডমুন্ড বিনাশিনী মম সর্ব শত্রু বিনাশায় স্বাহা।’’ এই মন্ত্রটি ডানহাতে একটি জবাফুল বা রক্তপুষ্প ও বাঁহাতে কিছু পরিমাণ কালো সরষে নিয়ে একুশবার জপ করবেন। তারপরে জবাফুল বা রক্তপুষ্পটিকে মায়ের পাদপদ্মে অঞ্জলি দেবেন এবং কালো সরষে নিয়ে শত্রুর চেহারা স্মরণ করতে করতে তিন রাস্তার মোড়ে ফেলে দেবেন এবং মঙ্গলবারে হাতে হলুদ কলকে ফুল নিয়ে মন্ত্র বলে ফুলটি জলে ফেলে দিতে হবে। মন্ত্রটি – ‘‘ওঁ হ্রীং বগলামুখী সর্বদুষ্টানাং বাচন্মুখং স্মম্ভয় জিহ্বাং কীলয় কীলয় বুদ্ধি নাশায় হ্রীং ওঁ স্বাহা।’

রোগ মুক্তির টোটকা

খাওয়ার পর যার পেটে বায়ু জমে

উপশম হয় ধনে ভিজিয়ে জল খেলে।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

Loading