আজকের (৩ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

কর্মে  উন্নতির টোটকা 

প্রতিদিন সকালে বা সন্ধ্যায়, দিনের যেকোনো সময়ে শুদ্ধাচারে মা কালিকাদেবীর সামনে উপবিষ্ট হয়ে ধূপ-দবীপ জ্বেলে, একবার দক্ষিণা কালী কবচ পাঠ ও দুবার মহালক্ষ্মী কবচ পাঠ করবেন।

শীঘ্র বিবাহের টোটকা

যে সকল জাতক-জাতিকার বিবাহে বাধা বা বিলম্ব হচ্ছে। তাদের ক্ষেত্রে রাশিচক্রে কোনো প্রকার অশুভ গ্রহ সন্নিবেশ আছে কি না তা অবশ্যই দেখা প্রয়োজন ও উপযুক্ত প্রতিকার একান্ত বাঞ্ছনীয়। তাছাড়া এই প্রকার জাতক-জাতিকারা এই উপায়টি প্রয়োগ করতে পারেন। প্রতি সোমবার সকাল সকাল স্নান করে মন্দিরে বা নিজগৃহে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে ঘী দ্বারা মার্জনা করে কাঁচা দুধ ও জল মিশ্রিত করে স্নান করাবেন।স

রোগ মুক্তির টোটকা

পরিশ্রমে যুবক যদি হয় ক্লান্ত

অশ্বগন্ধ্যা সেবনে হবে প্রাণবন্ত

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

Loading