আজকের (২ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

আজকের টোটকা

ডাকাতি রোধের  টোটকা

বাড়ির সদর দরজার উপর দেবী দক্ষিণাকালিকা ও দেবী দূর্গার ছবি লাগাতে হবে। এছাড়া প্রতি শনিবার ও মঙ্গলবার সন্ধ্যাবেলায় অত্যন্ত শুদ্ধাচারে যদি আদ্যাস্তোত্রম্‌ বা দক্ষিণা কালী কবচ পাঠ করা যায়, তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়

লেখাপড়ায় অমনযোগিতা দূর করার টোটকা

পিতা-মাতার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আপনার সন্তান যেখানে পড়তে বসে, সেই স্থানে বা টেবিলে অর্থাৎ ছাত্র-ছাত্রীদের চোখের সামনে একটি শ্রীশ্রী নীল তারা মায়ের ছবি রাখবেন। ছবির সামনে রোজ একটি কলকে ফুল দেবেন। ছবিটি এমনভাবে রাখতে হবে যেন বিদ্যার্থীর চোখে পড়ে।

রোগ মুক্তির টোটকা

বুকেতে সরদি নেই, তবুও কাশতে হবে

আখের রসে ঘি মিশিয়ে খেলে তা সেরে যাবে।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

Loading