আজকের (২৭ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সুখী দাম্পত্য জীবন পেতে টোটকা
ধর্ম বিশ্বাসীগণের কাছে দাম্পত্য জীবন বা ববাহ একটি পূর্ণ বিষয় এবং পবিত্র সম্পর্ক বর্তমানে যুবক-যুবতীদের কাছে দাম্পত্য সম্পর্ক আনন্দ আর ভোগের বিষয় হয়ে দাড়িয়েছে। দাম্পত্য জীবন যাপনে ধর্মর অনুশাসন না থাকায় কিছু দিন পরে দেহের চাহিদা মিটে যাওয়ায় ধীরে ধীরে সম্পর্ক ভাঙতে থাকে। উভয়ের দৈহিক ও মানসিক শান্তির জন্য শুরু হয় তৃতীয় বা চতুর্থ ব্যক্তির খোঁজ। তবে আজ সমাজে বেশি খোঁজাখুঁজি করতে হয় না। অত্যাধুনিকতার যুগের হাওয়ায় আনন্দ ফূির্ত, ভোগবিলাস, হাতছানি দিয়েই রয়েছে। ফলে কিছুদিন পরে দাম্পত্য ভালোবাসা ডাস্টবিনে গড়াগড়ি খাচ্ছে। বিচ্ছেদ মামলা নিয়ে আদালতের দরজায় দাঁড়ানো। আবার নতুন করে সম্পর্ক তৈরী আবার বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ এড়ানোর জন্য কিছু বিধান মেনে চলা উচিত তা এখানে তুলে ধরলাম।
(১) কুন্ডলি মিলিয়ে যোটক বিচার করে বিবাহ করা উচিত। এখানে যেন মিথ্যার আশ্রয় না নেওয়া হয়।
(২) রক্ত পরীক্ষা করে বিবাহ করা উচিত।
(৩) বিবাহের পর উভয়ে তন্ত্র মতে দীক্ষা নিয়ে গৃহ সাধনা করা।
(৪) উভয়ের মনে সন্দেহ ভাব না রেখে ভালোবাসায় আবদ্ধ হওয়া।
(৫) দু’জনের মধ্যে গোপনীয়তার আশ্রয় না নেওয়া।
(এরপর আগামীকাল)
রোগ মুক্তির টোটকা
অকালেতে যে চোখে ঝাপসা দেখছে
আমলকীর সঙ্গে যষ্ঠীমধু কেন না খাচ্ছ।
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790