আজকের (২৬ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
মানসিক দুশ্চিন্তা দূর করার টোটকা
আপনার সকলে কর্মব্যস্ত মানুষ। প্রত্যেককেই সকাল থেকে রাত্রি পর্যন্ত নানা রকম কাজ করতে হয়, যার থেকে মানসিক দুশ্চিন্তার সূত্রপাত। এর থেকে মুক্তি পেতে আপনি রোজ ঠান্ডা জলে ভালো করে স্নান করবেন। পারলে ঠান্ডা জাতীয় কোনো তেল মাথায় মাখতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবকে স্নান করিয়ে বেলপাতা আর আকন্দ ফুল দিয়ে পূজো করে দুহাত জোড় করে নিজের মনের কথা বলবেন। এই প্রয়োগ রোজ করতে পারলে আপনি মানসিক দুশ্চিন্তা থেকে রেহাই পাবেন। অপনারা রোজ সকালে একটি গাছের নীচে ১০-১৫ মিনিট বসবেন এবং প্রাণায়াম করবেন। এই সময় মনে কোনো চিন্তা রাখবেন না।মনে ভাববেন এটা আপনার বিশ্রামের সময়।
রোগ মুক্তির টোটকা
স্নিগ্ধ কারক, কামোদ্দীপক মধুর রসে ভরা চীনা বাদাম
এই ঔষধি মস্তিষ্ক পীড়া ও কুষ্ঠ রোগ কমায়
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790