আজকের (২৪ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা 

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

পড়াশোনায় মনোযোগী হওয়ার টোটকা

আপনার পড়তে বসার ব্যাপারে কয়েকটি সহজ সরল প্রয়োগের কথা উল্লেখ করছি।

(৩) মঙ্গলবার – অপনার পড়তে বসার দিনটা মঙ্গলবার হলে লাল চন্দনের টিপ পরবেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে ফোঁটা পরবেন। আপনি লাল রঙের পেন এবং নীল কালি ব্যবহার করবেন। এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনি ভালো ফল পাবেন। আপনার লক্ষ্য পূরণ হবে।

(৪) বুধবার – আপনার পড়তে বসার দিনটা বুধবার হলে স্নান করে শুদ্ধ পোশাক পরে কপালে পরুন সাদা চন্দনের টিপ। পোশাক পরবেন সবুজ অথবা আকাশি রঙের। সবুজ রঙয়ের পেন সবুজ বা নীল কালী দিয়ে আপনি লিখবেন। এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনি দেখবেন আপনার পড়া খুব দ্রুত হয়ে যাবে এবং আপনার কাঙ্খিত স্থলে আপনি পৌঁছতে পারবেন।

(এর পর আগামী আগামী কাল)

 রোগ মুক্তির টোটকা

যদি কারো অল্প বয়সে দাঁতের গোড়া আলগা হয়

কিছুদিন কাঁচা বকুল চিবিয়ে কর জয়।

বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন

আচার্য্য শিবু শাস্ত্রী

9830292174 / 6291252790  

Loading