আজকের (১০ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
গৃহে সুখ বাড়ানোর টোটকা
(১ম পর্ব)
(১) মাঙ্গলিক অনুষ্ঠান করে বিবাহ করুন (২) গৃহে শিব-পার্বতী মাতার মূর্তি অথবা চিত্র রাখবেন। প্রভাতে ভক্তি সহকারে প্রণাম করবেন। সন্ধ্যায় আরতি করবেন (৩) প্রভাতে ঘুম থেকে উঠে নিত্য কর্ম করে পিতা-মাতার আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন। যদি পিতা-মাতা গত হয়ে থাকেন তবে তাঁদের ছবিতে প্রণাম করে দিন শুরু করুন। (৪) স্বামী-স্ত্রী উভয়ে নিত্য শিবলিঙ্গের প্রতি অর্চনা করুন (৫) গৃহে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন (৬) সময় মত মহালক্ষ্মী মাতার পূজা করুন (৭) সন্ধ্যায় গৃহে মাঙ্গলিক ধুনা জ্বালিয়ে সারা বাড়ি ঘুরিয়ে দিন (৮) দিনে দুবার লক্ষ্মী স্তোত্র পাঠ করুন (৯) মাসে একবার কোনো দেবালয়ে সস্ত্রীক বা সপরিবারে গিয়ে পূজা পাঠ বা আরতি করবেন (১০) বাড়িতে ডালিম গাছ লাগান এবং সঠিক পরিচর্যা করুন।
(এরপর আগামী কাল)
রোগ মুক্তির টোটকা
ঘরে সুন্দরী স্ত্রী, তবু ভোগে অনিচ্ছা
নিয়মিত দুধের সঙ্গে খাও পেস্তা
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790