আজকের টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
ভূতপ্রেতের উপদ্রবের টোটকা
প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করবেন। ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামেলা জায়গায় রেখে দেবেন। তাহলে বাড়িতে ভৌতিক উপদ্রব কমবে।
শারীরিক দূর্বলতা মুক্তির উপায়
প্রভাতে স্নান করে ঠাকুরের কাছে একটি অর্ঘ্যসহ জলশঙ্খ রেখে প্রণায়াম করতে হবে। এই নিয়ম প্রতিদিন করলে শারীরিক দূর্বলতা দূর হয়।