শান্তি রায়চৌধুরী: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় পেল ভারতীয় দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত। এই ম্যাচে ভারতীয় দলের জয় ১৭৪ রানে।

শনিবার গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার মুখোমুখি হচ্ছে ভারত। আশা করা যায়, সেই ম্যাচেও সহজ জয়ই পাবেন হরনুর সিংহ, অঙ্গকৃশ রঘুবংশীরা। প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বড় কোনও অঘটন ছাড়া গ্রুপের শীর্ষেই থাকবে ভারত।

প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩০৭ রান করে ভারতীয় দল। ওপেনার হরনুর ৮৮ ও অঙ্গকৃশ ৭৯ রান করেন। তিন নম্বরে নামা রাজ বাওয়া করেন ৪২ রান। অধিনায়ক নিশান্ত সিন্ধু করেন ৩৬ রান। ৩৯ রান করে অপরাজিত থাকেন রাজবর্ধন সুহাস হঙ্গারগেকর।

বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়েন আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটাররা। তাঁরা ৩৯ ওভারেই মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যান।

Loading