নিজস্ব প্রতিনিধি – চলতি আর্থিক বছরে অনন্য নজির গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। মাত্র ১৪৬ দিনে তারা ২০০টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করল। রবিবার কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ চিত্তরঞ্জনের রেল সাইডিং থেকে ২০০ তম রেল ইঞ্জিনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন। তিনি জানান, করোনাকালের মধ্যেও এত অল্প সময়ে ২০০টি ইঞ্জিন নির্মাণ করে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার টিম অবশ্যই এক নতুন দিশা দেখিয়েছেন। এই গতিতে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হতে থাকে তাহলে চলতি আর্থিক বছরে অবশ্যই রেল ইঞ্জিন উৎপাদনে নতুন এক রেকর্ড তৈরি হবে। তিনি প্রত্যেককে এই কাজের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান।

Loading