নিজস্ব প্রতিনিধি – চলতি বছরের মধ্যে সকল ভারতীয় নাগরিককে কোভিড ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণা না হওয়ায় আগামী বছর ৫শ কোটি ভ্যাক্সিন তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছেন মোদি। সেখান থেকেই তিনি জানান ভারতের উৎপাদিত ভ্যাক্সিন সারা বিশ্বের কাজে লাগবে। মোদি বলেন, একটাই পৃথিবী, একটাই স্বাস্থ্যব্যবস্থা। উল্লেখ্য, ভারতে তৈরি কোভ্যাক্সিন এখনও হু-এর অনুমোদন পায়নি, যার ফলে এই ভ্যাক্সিন প্রাপকদের বিদেশযাত্রায় অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
252 total views, 2 views today