নিজস্ব প্রতিনিধি – তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল এবং নয়া বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে 27 সেপ্টেম্বর দেশজুড়ে কৃষক সংগঠনগুলির ভারত বনধের ডাক দিয়েছে। বাংলায় ভারত বনধ সফল করার আহবান জানালো কেন্দ্রীয় সংগঠন গুলির রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে একই সুরে কথা বলেছে বিভিন্ন বামপন্থী কর্মচারী ফেডারেশন ও।শনিবার শ্রমিক কর্মচারী সংগঠন সমূহের নেতৃত্বে সাংবাদিক বৈঠকে এই আহ্বান জানান। সেই সঙ্গে তারা আশা ব্যক্ত করে বলেছেন, ২৭ তারিখ মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে সমজিবি মানুষ।