নিজস্ব প্রতিনিধি – ঢাকা থেকে দিল্লি ও কলকাতায় আকাশপথে চলাচল শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে। সপ্তাহে ২দিন দিল্লি এবং ৩ দিন কলকাতার ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (১৮ আগস্ট) বিকেলে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট ঢাকা-দিল্লি গন্তব্যে প্রতি সপ্তাহের রোববার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা গন্তব্যে প্রতি সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান জানিয়েছে, বিমানের যেকোনো সেলস অফিস, বিমান কল সেন্টার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে দিল্লি ও কলকাতা গন্তব্যের জন্য টিকিট সংগ্রহ করা যাবে। ফ্লাইটে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ লাগবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।