নিজস্ব প্রতিনিধি – গত কয়েকবছর রাজ্য শিল্প সম্মেলন হওয়ার পর গত দুটো বছর করোনার কারণে শিল্প সম্মেলন বন্ধ ছিল। এবার ফের শিল্প সম্মেলন করার ঘোষণা করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

আগামী ২০-২১ এপ্রিল শিল্প সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভেদ বিতর্ক ভুলে গিয়ে প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে সম্মান জানিয়ে আগামী শিল্প সম্মেলনের জন্য রাজ্যপাল জগদীপ ধনখড়কে  উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশে গিয়ে বাংলার শিল্পের হয়ে সওয়ালের অনুরোধও করা হয়েছে। যাতে পশ্চিমবঙ্গে শিল্পের খরা কাটে এবং বেশি পরিমাণে বিদেশী লগ্নি হয়।

 301 total views,  4 views today