শান্তি রায়চৌধুরী : মা এলেন আবার চলেও গেলেন। বাঙালির মন খুবই খারাপ। এখন থেকে ক্যালেন্ডারের পাতায় চোখ পড়েছে। এখন আর একটা বছরের অপেক্ষা নয়। মা আসছেন একটা বছর পর ই। অর্থাৎ ৩৫০ দিনের মাথায়। এক নজরে দেখে নেয়া যাক মায়ের আগমনের সময় সূচি।

২০২২ সালের দেবী পক্ষের দিনক্ষণঃ

মহালয়া: ২৫শে সেপ্টেম্বর, রবিবার

মহাষষ্ঠী: ১লা অক্টোবর, শনিবার

মহাসপ্তমী: ২রা অক্টোবর, রবিবার

মহাষ্টমী: ৩রা অক্টোবর, সোমবার

মহানবমী: ৪ঠা অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী: ৫ই অক্টোবর, বুধবার।

Loading