নিজস্ব প্রতিনিধি – ফোর্বসের বিচারে ভারতের শীর্ষ ধনী ভারতের রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে। গত শুক্রবার রিলায়্যান্স গ্রুপের শেয়ার দর বেড়ে যাওযায় ৩৭০ কোটি ডলার মুনাফা হয়। তাতে ভর করেই এবার বিশ্বের ধনীদের তালিকায় আরও উপরে উঠে এলেন মুকেশ আম্বানি।

অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় দ্বাদশ স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার কোটি টাকা। তালিকায় ২০ হাজার ৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। কিছুদিন আগে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান পরিবেশ দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এ প্রকল্পের আওতায় গুজরাটের জামনগরে আগামী তিন বছর চারটি গিগাওয়াট ফ্যাক্টরি তৈরির কাজ চলবে। এসব কারখানায় ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Loading