শান্তি রায়চৌধুরী: পারলেননা মেরি কম। তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভারতবাসীর। কারো আছে কয়েক লহমায় কোটি কোটি দেশবাসীর হৃদয়ভঙ্গ হল! টোকিও অলিম্পিক্স  থেকে ছিটকে গেলেন মেরি কম । বৃহস্পতিবার শেষ ষোলোর বাউটে নেমেছিলেম মেরি। মহিলাদের ফ্লাইওয়েটে (৪৮-৫১ কেজি) বিভাগে কলম্বিয়ার ইনগ্রিট লরেনা এদিন স্প্লিট সিদ্ধান্তে ৩-২ ব্যবধানে হারিয়ে দিলেন কিংবদন্তি মেরিকে। ম্যাচের স্কোর ৩০-২৭, ২৯-২৮, ২৭-৩০, ২৯-২৮, ২৮-২৯। দু’টি রাউন্ডে দাপট নিয়ে খেলেলও রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ীর কাছে শেষ পর্যন্ত হারতে হলো  ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরিকে।

 টোকিও থেকে মেরি কম বিদায় নিলেও লড়াইয়ে আছেন দেশের আর দুই মহিলা বক্সার। কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের লভলিনা ও পূজা রানি। তাঁরা শেষ আটের বাউট জিতলে পদক নিয়েই টোকিও থেকে দেশে ফিরবেন। অন্যদিকে এদিন সকালে ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগে প্রথম আটে উঠেছেন সতীশ কুমার। থাকছে তারও পদক জয়ের আশা।

Loading