আজ ও কাল দু-এক পশলা ভারী বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ রাজ্যজুড়ে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ আজ ও কাল উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ রাজ্যজুড়ে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। সৌরাষ্ট্রে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গে। এই অক্ষরেখা ডালটনগঞ্জ, মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে । দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে।  কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আর্দ্রতার জন্য অস্বস্তিও থাকবে। তাপমাত্রা বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। দক্ষিণ বঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে । আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দু এক জায়গায়। শনিবারেও উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলা এবং সিকিম সহ সৌরাষ্ট্র কচ্ছ এবং রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি থেকে সোমবার পর্যন্ত মধ্য ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও বিদর্ভে। বৃষ্টি বাড়তে পারে পূর্ব ভারতের রাজ্যগুলির যেমন ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয়ে। নিম্নচাপ তৈরির আগে থেকেই বৃষ্টি বাড়বে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, তেলেঙ্গানা. মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরল এবং পুদুচেরি এলাকায়।

Loading