নিজস্ব প্রতিনিধি – সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে সিনেমা হচ্ছে। বিসিসিআই সভাপতির জীবনের গল্প রুপালি পর্দায় ফুটিয়ে তুলবে বলিউডের সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান লাভ ফিল্মস। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন ভারতীয় নির্মাতা লাভ রঞ্জন। এতদিন এ নিয়ে কেবল গুঞ্জন ছড়িয়েছে। এবার নিজের বায়োপিকের খবর নিশ্চিত করলেন ভারতের সাবেক এ অধিনায়ক।
সৌরভ টুইটারে লিখেছেন, ‘একটা সময় ক্রিকেটই আমার জীবন ছিল। ক্রিকেটই আমাকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। লাভ ফিল্মসকে ধন্যবাদ আমার যাত্রাকে বড় পর্দায় উপস্থাপন করার জন্য।’ প্রিন্স অব ক্যালকাটা সৌরভকে কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা লাভ রঞ্জন টুইট বার্তায় লিখেছেন, ‘লাভ ফিল্মস পরিবারে দাদাকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। আপনার জীবনকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’