একটি বিশেষ সাক্ষাৎকার

আজকের ভয়ঙ্কর মহামারির আবহাওয়ায় অমরা নিজেদের সুস্থ্য রাখতে বিভিন্ন কেমিক্যাল যুক্ত ওষুধের ওপর নির্ভরশীল। কিন্তু অতি প্রাচীনকাল থেকে সাফল্যের সঙ্গে বহু দুরারোগ্য রোগের চিকিৎসা অস্ত্রপচার ছাড়াই ‘আকুপাংচার’ পদ্ধতিতে আরোগ্য সম্ভব হচ্ছে । ‘আকুপাংচার’ পদ্ধতিতে কী কী রোগ উপশম হয় সেই বিষয়েই এই সংখ্যায় সাক্ষাৎকার দিচ্ছেন বিশিষ্ট সুচিকিৎসক  ডাঃ রত্না পাল যিনি বহু বছর ধরে সোরিয়াসিস, অ্যাটোপিক ডারমাটাইটিস, অ্যালোপেসিয়া, লিউকোডারমা, অ্যালাির্জ, ক্রনিক ইউ টি আই, গাইনোকোলজিক্যাল সমস্যা সমাধানে কৃতীত্ব অর্জন করেছেন।

(১) প্রশ্ন ঃ ম্যাডাম, বর্তমান কালান্তক মহামারীর সময়ে ‘আকুপাংচার’ চিকিৎসায় ইমিউনিটি বাড়ানো যায় কি ?

উঃ ইমিউনিটি একটি চর্চা বা অভ্যাসের বিষয় এটি কোন চিকিৎসার দ্বারাই বাড়ে না।
(২) প্রশ্ন ঃ এই পদ্ধতিতে আর্থারাইটিস নিরাময়ে কত দিন সময় লাগে?

উঃ এটার কার্যকারিতা সাধারণতঃ দশটা সিটিং এর মধ্যেই বোঝা যায় ।

(৩) প্রশ্ন ঃ অনেকেই জয়েন্টপেইন-এ ভুগছেন, এই পদ্ধতিতে কী নিরাময় সম্ভব?

উঃ জয়েন্ট পেনে যারা ভুগছেন তাঁরা এই চিকিৎসার সাহায্য নিলে অনেক স্বাচ্ছন্দ্যের সঙ্গে বেঁচে থাকতে পারবেন জীবনটাকে উপভোগ করতে পারবেন অনেক ওষুধ খেতে হবে না

(৪) প্রশ্ন ঃ ‘আকুপাংচার’ পদ্ধতিতে কী নাের্ভর সমস্যার সমাধান সম্ভব?

উঃ হ্যাঁ এই পদ্ধতিতে নার্ভের চিকিৎসা করা যায়

(৫) প্রশ্ন ঃ ক্যান্সারের কোনো প্রতিকার আছে কি না?

এটা গবেষণার বিষয় এমনিতে কোন প্রতিকার নেই
(৬) প্রশ্ন ঃ সাধারণ চোট লাগা, মচকা লাগা ব্যথা কী এই চিকিৎসায় সারে?

উঃ হ্যাঁ সারে। স্পোর্টস মেডিসিনে-এর অনেক কার্যকর ভূমিকা আছে

(৭) প্রশ্ন ঃ মেটাবলিক ডিসঅর্ডার (প্রেশার, সুগার, থাইরয়েড)-এই চিকিৎসায় সারে কী না?

নিয়ন্ত্রণে রাখা যায়
(৮) প্রশ্ন ঃ লিভারের সমস্যার কোনো প্রতিকার আছে কি না?

উঃ হ্যাঁ লিভারের চিকিৎসা হয়
(৯) প্রশ্ন ঃ স্কিন-এর সৌন্দর্য বৃদ্ধির কোনো উপায় আছ কী?

উঃ সৌন্দর্য বৃদ্ধি বলতে যদি দাগ বা ছোপের কথা বলা হয় তাহলে এই চিকিৎসার সাহায্যে সেগুলোর নিরাময় সম্ভব
(১০) প্রশ্ন ঃ যদি কোনো জন্মগত রোগ থাকে, তা কী সারানো যায়?

উঃ জন্মগত রোগ কখন সারে না
(১১) প্রশ্ন ঃ আকুপাংচার চিকিৎসাটি কতখানি স্বাস্থ্যসম্মত?

উঃ পুরোপুরি স্বাস্থ্যসম্মত
(১২) প্রশ্ন ঃ চুল পড়া বন্ধ করতে এই চিকিৎসাটি কতটা কার্যকর?

উঃ ত্বকের ওপর এই চিকিৎসা কার্যকর তাই চুল পড়া কমতে পারে

(১৩) প্রশ্ন ঃ এই চিকিৎসাটি কতটা ব্যয় স্বাপেক্ষ ?

উঃ চিকিৎসাটিতে শুধু সূচ আর ডাক্তারের খরচ বহন করতে হয়। ওষুধের খরচ কিছু নেই।

(১৪) প্রশ্ন ঃ যারা দীর্ঘদিন পক্ষাঘাত-এ ভুগছেন তাদের জন্য এই চিকিৎসাটি কতটা কার্যকর?

উঃ পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ওপর আকুপাংচার ভালো কাজ করে তবে এই ধরনের রোগীদের যদি প্রথম অবস্থায় আকুপাংচার করা হয় তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়

(১৫) প্রশ্ন ঃ শিশুদের জন্য এই চিকিৎসা কার্যকর কী না ?

উঃ হ্যাঁ কার্যকর।

যোগাযোগ

রেণুকা হোমিও ফার্মেসি রবীন্দ্র পল্লী, কেষ্টপুর

বুধ ও শনি  সকাল ১১টা থেকে ১টা

সোম ও শুক্র  সন্ধ্যা ৭টা থেকে ৯টা

Website  www.drratnapal.com

Email dr.ratnapal@gmail.com

Mobile 9831311221

Acupuncture by appointment in Kankurgachi

ডঃ রত্না পাল যে সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত

Life member of Indian Red Cross Society

Life member of Acupuncture Association

Life member of Green Circle Of India.

Life member of Lekhak Shilpi Sangha.

Life member of HMAI.

 

Loading