সুখশান্তির ঘরোয়া টোটকা
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
রাত্রে তামার পাত্রে জল রেখে, পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজের বাড়ির সদর দরজার সামনে (বইরের দিকে) সেই জল ছিটিয়ে দিলে গৃহের বাস্তুদোষ নিবারণ, ধনবৃদ্ধি, স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গৃহে অশুভ শক্তি নাশ ও ঋণাত্মকতা দূরীভূত হয়।
চারটি অখন্ডিত লবঙ্গ একটি লাল সুতোতে বেঁধে নিজের ঘরের ঈশান কোণে (উত্তর-পূর্ব) নিজের উচ্চতার চাইতে উপরের কোনো উচ্চতায় টাঙিয়ে রাখলে যেকোনো ঋণাত্মক শক্তি দূরীভূত হয়। ছেলে-মেয়ের বিয়ের সমস্যা থাকলেও ছয় মাসের মধ্যে বিবাহ সম্পন্ন হবে।
138 total views, 2 views today