সুখশান্তির ঘরোয়া টোটকা

প্রফেসর ডক্টর কুশল সেন

অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

করোনা আক্রান্ত হলে অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য কর্পূর, লবঙ্গ, আজওয়াইন, ইউক্যালিপটাস তেলের কয়েক ফোঁটা দিয়ে সাদা কাপড়ের একটা পুঁটলি বেঁধে সকাল থেকে রাত্রি অবধি তার ঘ্রাণ নিলে রোগী শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাবে।

নিজের সমস্যা থেকে পরিত্রাণ পেতে, একটি পাত্রে চিনি ভর্তি করে নিজের সমস্ত সমস্যার কথা চিনির দিকে তাকিয়ে বলে ; পাত্রের চিনি পিঁপড়ের গর্তে মধ্যরাত্রিতে ১২টার পর ঢেলে দিতে হবে বিশ্বাসের সাথে। লোকমানসে বিশ্বাস যে, পিঁপড়ে আপনার সমস্যা নিয়ে চলে যাবে।

Loading