সুখশান্তির ঘরোয়া টোটকা

প্রফেসর ডক্টর কুশল সেন

অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

নজর দোষ কাটানোর জন্য

চারটে শুকনো লঙ্কার বীজ। তামার ছোট ঘটিতে জল ভর্তি করে রেখে তার মধ্যে দিয়ে পরিবারের প্রতিটি সদস্যদের মাথায় ৭ বার ডান দিক দিয়ে ঘুরিয়ে (Clockwise) , বাড়ীর সামনের রাস্তাতে ফেলতে হবে শুক্লপক্ষের মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে।

মনোবাঞ্ছা পূরণের জন্য ঃ

চালের দানা (৪০-৫০)টি + সাবুর দানা (৩৮)টি+গোটা সাদা সরিষা (৬৮)টি সাদা লাল কাপড়ে মুড়ে বাড়ীতে মাটিতে গর্ত খুঁড়ে / মাটির টবে পুঁতে বৃহঃ/শনি/মঙ্গলবারে, তাঁর উপরে নিজের মনের ইচ্ছা বলতে বলতে লেবুর রস দিয়ে দিলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। পুষ্যা নক্ষত্রে করলে ফল অবশ্যম্ভাবী।

Loading