সুখশান্তির ঘরোয়া টোটকা
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
দেহের মধ্যস্থলে প্রলম্বিত শুঁড় থাকা গণপতির মূর্তি শুক্লপক্ষের চতুর্থীতে (বিশেষতঃ গণেশ চতুর্থী তিথিতে) বাড়ির পূজা ঘরের পূর্বদিকের দেওয়ালে স্থাপন করলে ; পারিবারিক অশান্তি নিবারণার্থে, ব্যক্তিগত সম্মান লাভার্থে, শিল্পী, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উন্নতিকল্পে শুভ ফলদায়ক।