শান্তি রায়চৌধুরী: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) যোগ দিচ্ছেন  লিওনেল মেসি। গতকাল (১০ আগস্ট) স্কাই স্পোর্টসের সাংবাদিক ও ফুটবলারদের ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানান, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি । মঙ্গলবার অপর এক টুইট বার্তায় তিনি আরও জানান, মেসির সঙ্গে শিগগিরই চুক্তি করার ব্যাপারে পিএসজি পুরোপুরি আত্মবিশ্বাসী। চুক্তি সম্পন্ন হলেই আর্জেন্টাইন অধিনায়ক প্যারিসে উড়াল দেবেন। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি। এদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার ও পিএসজি তারকা নেইমার তার নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চেষ্টা করেছিলেন। এখন তিনি সেটা করতে চাইছেন না। কারণ মেসি পিএসজিতে আসার খবরে নেইমার বলছেন, এখন তার সেই আশা পূরণ হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও ফুটবলের দুই মহাতারকাকে একসঙ্গে খেলতে দেখা যাবে। তাছাড়া কয়েকদিন আগেই ইন্সটাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন নেইমার। সেখানে পিএসজি সতীর্থ ডি মারিয়া, পারেদেসের সঙ্গে মেসিকেও দেখা গেছে। তাছাড়া বার্সার আনুষ্ঠানিক ঘোষণার পর টিএনটি স্পোর্টস নামে ইন্সটা অ্যাকাউন্ট একটি ছবি পোস্ট করেন। সেখানে পিএসজির ১০ নম্বর জার্সি পরিহিতি মেসির সঙ্গে কোলাকুলি করছেন নেইমার। আর সেই পোস্টে লাইক ও  দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

 118 total views,  2 views today