সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ৮ আগস্ট –১৪ আগস্ট ২০২১
জ্ঞানযোগ, ধ্যানযোগ ভক্তিযোগের দ্বারা
ভ্রূদ্বয়ের মধ্যে যখন প্রাণ স্থাপন করবে
নীলার আশীষে গৃহে বসে ব্রহ্মাণ্ড দেখবে
তন্ত্রে ইহাই মূল সাধনা জ্ঞানী জনেরা বলেন
নীলার প্রেমে জীবন সমর্পণে
নীল শিবানন্দ লিখে চলে
মেষ – সামান্য কারণে ভুল বোঝাবুঝি। বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। মানসিক দূর্বলতা বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের প্রতিজ্ঞা ভঙ্গ করে প্রেমে পড়তে পারেন। কোনো জ্যোতিষীর দ্বারা দাম্পত্য শান্তি ফিরে আসবে। স্বাস্থ্য মন্দ যাবে না।
বৃষ – দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সামান্য ভুলের জন্য গুরুদন্ড লাভ। সাবধানে থাকুন। দেহে আঘাত যোগ পরিলক্ষিত।সম্পদ বিষয় অযথা হয়রানি। গৃহে উৎপাত। পত্নীর শুভ বুদ্ধির দ্বারা বেশ কিছু সমস্যার সমাধান দেখা যায়।
মিথুন – চাকুরিতে উননতির যোগ। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি। ব্যবসায় উন্নতি। কিছু প্রাপ্তিযোগ হতে পারে। গৃহে বন্ধু সমাগম। নিকটবর্তী মনেরম স্থানে ভ্রমণ যোগ।
কর্কট – হীন বুদ্ধির জন্য বিদ্যায় অশুভ ভাব। কর্মক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে। বন্ধুর সহযোগীতায় উন্নতি লাভ। ব্যবসায় শুভ যোগাযোগ। ব্যয়ভাব বৃদ্ধি পাবে। প্রেমের হাতছানি দেখা যায়। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। স্বাস্থ্য মন্দ নয়।
সিংহ – বুদ্ধির ভুলে সম্পদ ক্ষয়। কর্মক্ষত্রে মনোমালিন্য দেখা যায়। ব্যবসায় নানা বাধা দেখা দেবে। শুভ কর্মে র জন্য সুনাম লাভ। পত্নীর মনমেজার বিরুদ্ধাচারণ দখা যায়। বিরোধ এড়িয় চলুন। গৃহে শান্তি বজায় থাকবে।
কন্যা – কর্মক্ষেত্রে চিন্তা বৃদ্ধি। ভুল হবার সম্ভাবনা দেখা যায়।ব্যবসায় নানা গলোযোগ। অলসতার জন্য দন্ডভোগ। সংসারে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। নতুন যোগাযোগে সবুজ সংকেত। গৃহে শ্রীহানী যোগ। নানা পীড়ায় দেহকষ্টভোগ দেখা যায়।
তুলা – কর্মক্ষেত্রে শুভ ফল লাভের সূচনা হবে। প্রেম ভাব বৃদ্ধি পাবে। গৃহে মিত্র সমাগম পরিলক্ষিত। গৃহ সংস্কারে ব্যয় বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বিশেষ একটা ভালো যাবে ন।
বৃশ্চিক – উত্তেজনা বর্জন করুন। দুর্ঘটনা এড়িয়ে চলুন। সামাজিক কাজে সম্মান লাভ। পত্নীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা বৃদ্ধি। নিকট আত্মীয় বিয়োগে শোক পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্য বিশেষ একটা ভালো যাবে না। নিজ স্বাস্থ্য বিষয় সতর্ক থাকুন ও যত্নশীল হোন।
ধনু – প্রতিভার বিকাশে খ্যাতি লাভ। কর্মক্ষেত্রে একই রকম। ব্যবসায় অর্থসংকট দখা দেব। পরিবারের প্রতি যত্নশীল হোন। শত্রু দ্বারা পীড়িত হবার সম্ভাবনা রয়েছে। মান-অভিমানে সন্তানর ক্ষতি পরিলক্ষিত।
মকর – কর্মক্ষেত্রে শুভ ভাব থাকলও অর্থচিন্তা,ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা।সম্পদ বিষয় গোলযোগ দেবে। মনেতে ভীতিভাবের উদয়। ভুলবোঝাবুঝিতে দাম্পত্য কলহ ও দেহপীড়া ভোগ। আধ্যাত্মীক সমাধানের পথ পাবেন।
কুম্ভ – কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা। পারিবারিক অশান্তিতে প্রবল ক্ষতির সম্ভাবনা। গৃহে ঝামেলা এড়িয়ে চলুন। দাম্পত্য ভুলবোঝাবুঝির জন্য সম্পর্ক আদালতে যেতে পারে। এই সপ্তাহে প্রতি পদে চিন্তা করে এগোবেন। পায়ের সমস্যা ও পেটের রোগ দেখা যায়।
মীন – দীর্ঘ দিনের আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগাযোগ। ব্যবসায় অনাদায়ী অর্থ হাতে আসবে। সম্পদ ক্রয়ের বাসনা দেখা যায়। গৃহ পরিবেশ সুস্থ্যই থাকবে। সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।