সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল ২৯ আগস্ট – ৫ সেপ্টেম্বর ২০২১

সন্ধ্যা বেলায় বকুল ফোঁটা

প্রভাতে শিউলি চাদর মেলা

জড়িয়ে গেছে শৈশব

নীল তারার স্বপ্ন দেখে

আমি পরিপূর্ণ নীল তারার সন্ধানে

বেলা শেষে দুঃখ নাই রে

সংসার আর সাধন জীবনে

এসো ভাই বন্ধবর

তাঁর শ্রীচরণ চেপে ধর

দুঃখ, জ্বালা সব যাবে

হানাহানি কমে যাবে।

মেষ – অযথা চিন্তা বৃদ্ধি।গৃহে অশান্তি বৃদ্ধি। দক্ষতায় সম্মান লাভ। প্রাপ্তিযোগের সম্ভাবনা। নানা বিষয়ে অস্থির মন। পত্নীর স্বাস্থ্যহানী। আধ্যাত্মিকতায় নতুন জীবনের সন্ধান।

বৃষ – ভুলবোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট। মামলা যোগ পরিলক্ষিত। দেহে আঘাতের সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগ বৃদ্ধি। শুভ কর্মে অর্থ লাভের সূচনা। আধ্যাত্মিকতায় শুভ ফল লাভ।

মিথুন – উদ্যম বৃদ্ধি পাবে। সৎ কর্মে  সম্মান লাভ। মনে প্রেমভাব বৃদ্ধি পাবে। অহংকার বর্জন করুন, ক্ষতি হতে পারে। গৃহে আনন্দ অনুষ্ঠান যোগ দেখা যায়।

কর্কট – অর্থ বিষয়ে চিন্তা দেখা যায়। নানা বিষয়ে শুভ যোগ দেখা যায়। ব্যবসা বিষয়ে বেশ কিছু সমস্যা দেখা যায়। প্রেমে আনন্দ যোগ। শুভ চিন্তার উন্নতি যোগ। ব্যয়ভাব বৃদ্দি পাবে। স্বাস্থ্য মন্দ নয়।

সিংহ – অর্থ হাতে আসবে। সংসার কিছু গলোযোগ আছে। মনে প্রেমভাব বৃদ্ধি পাবে। বেশ কিছু অশান্তিযোগ দেখা যায়। মিথ্যা অপবাদে মন ভারাক্রান্ত হবে।

কন্যা – চাকুরীতে চাপ বৃদ্ধি। ব্যবসায় গলোযোগ দেখা যায়। আইনি সমস্যা দেখা দেবে। নতুন যোগাযোগ পরিলক্ষিত। কিছু প্রাপ্তিযোগ ঘটলেও ব্যয়ভাব বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মন্দ দেখা যায়।

তুলা – আয়ভাব বৃদ্ধি যোগ। ভ্রমণযোগ দেখা যায়। গৃহে শুভ অনুষ্ঠানে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। সম্পদ প্রাপ্তিযোগ সম্ভাবনা রয়েছে। সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য মন্দ নয়।

বৃশ্চিক – প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য। কর্মে অশুভ যোগ। সংসারে ব্যয়ভাব বৃদ্ধি। কোনো তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য কলহ দেখা যায়। গুরুজনের স্বাস্থ্য বিষয়ে চিন্তা দেখা যায়। নিজ স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

ধনু – কর্মক্ষেত্রে ভুলের জন্য ক্ষতির সম্ভাবনা। অতি চালাকির কারণে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। কোনো নিকট বন্ধুর দ্বারা সমস্যা সমাধান দেখা যায়।

Loading