সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল ২ মে –৮ মে ২০২১

সুখ ও দুঃখের কাঁটায় ভরা প্রত্যেকের জীবন চলা,

সুখের সময় করোনা হল দুঃখেতে পাবনা ভেলা,

সুখে যে করে অপব্যবহার তার জীবন হয় ছারখার

সময়ের সাথে বুঝে চলো  কর্মের সাথে ধর্ম কর

মেষ – কর্মে শুভ ফল। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় কিঞ্চিৎ চিন্তা থাকলেও মন্দ নয়, পারিবারিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ আছে। অর্থাৎ ঝুঁকি নেবেন না।

বৃষ – আয়ভাব মন্দ হবে না। শুভ সংবাদে আনন্দিত হবেন। পারিবারিক মনোমালিন্যতা বৃদ্ধি যোগ দেখা যায়। প্রতিভার বিকাশ লাভ। স্বাস্থ্য বিশেষ মন্দ নয়। প্রাপ্তিযোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ রয়েছে।

মিথুন – কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ লাভ যোগ রয়েছে। কিছু পাওনা অর্থ হাতে আসতে পারে। ঋণ পরিষোদ করিতে পারিবেন। আঘাত যোগ রয়েছে। সাবধানে চলাফেলা করবেন।

কর্কট – কর্মক্ষেত্রে নিকট বন্ধুর সহায়তা লাভ। ব্যবসায় শ্রীবৃদ্ধি। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। স্বাস্থ্য মন্দ নয় তবে পত্নীর স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ আছে।

সিংহ – কর্মে সাফল্য লাভ। গৃহে আর্থিক উন্নতি। পেটের রোগে ভোগ রয়েছে। প্রিয়জনের সঙ্গলাভ। অযথা রক্তপাত হবার সম্ভাবনা। সাবধান হবেন। গুরুজনের স্বাস্থ্যহানীর যোগ রয়েছে।

কন্যা – কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। ব্যবসা্য় বেশ কিছু নতুন সম্ভাবনা। পারিবারিক অশান্তিযোগ। মানসিক ক্লেশ বৃদ্ধি। বাতপীড়া ভোগ দেখা যায়। হীনবুদ্ধিতায় ভুল কর্মের অনুশোচনা দেখা যায়।

তুলা – সৎ কর্মে আয় বৃদ্ধি। সাহিত্য চর্চায় উন্নতি। পদোন্নতির বিলম্বযোগে মনোপীড়া। সম্পদ বিষয়ে প্রাপ্তিযোগের সূচনা। সামাজিক কর্মে যশলাভ যোগ দেখা যায়।

বৃশ্চিক – বুদ্ধির ভুলে সম্মানহানী। পারিবারিক সম্পর্কের উন্নতি। নব পরিকল্পানায় মেতে উঠতে পারেন। কোন নিকট ব্যক্তি শত্রুতা করায় স্বজন বিরোধ দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে ভালো যাবে না।

ধনু – দীর্ঘ দিনের পরিকল্পনা হস্তচু্যত হওয়ায় আশাভঙ্গ। স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। গৃহে আনন্দ অনুষ্ঠানের যোগ রয়েছে। পত্নীর সহায়তায় জটিল সমস্যার সমাধান।

মকর – কর্ম ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। বিপদশঙ্কা দেখা যায়। সাবধানতা অবলম্বন করে চলুন। শ্বাস কাশাদিতে পীড়া ভোগ। ক্রোধের বশে নিকট সম্পর্ক নষ্ট হতে পারে।

কুম্ভ – গৃহে মিত্র আগমন। শুভ কর্মযোগ রয়েছে। প্রিয়াগমে মনে প্রফুল্লতা। পারিবারিক সম্পের্কর উন্নতি।  দূর ভ্রমণ এড়িয়ে চলুন। উত্তেজনা বর্জন করুন। অযথা বিপদের সন্মুখীন হতে পারেন।

মীন – নানা শুভ যোগ রয়েছে। কর্মে সাফল্য লাভ। স্থানান্তর গমন দেখা যায়। ব্যবসায় লাভযোগ। আরোগ্য লাভে মানসিক শান্তি। দীর্ঘদিনের শত্রুতার অবসান। গৃহে শুভ অনুষ্ঠান যোগ পরিলক্ষিত।

Loading